সুখী হতে চাইলে, বিয়ে করার পূর্বে যে বিষয়ে খেয়াল রাখবেন।
জন্মগত ভাবে প্রতিটি মানুষ ভিন্ন। তাদের চিন্তা চেতনা ও তাদের রুচিও ভিন্ন ভিন্ন। কিন্তু প্রতিটা মানুষই তার জীবন নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। তাই মনের মদ্ধে একটা রাজ পুত্র বা রাজ কন্যার স্বপ্ন থাকে প্রতিটি অবিবাহিত নর-নারির। তবে আজকাল বিবাহের পর অনেক পরিবারেই নেমে আসে অসান্তির কালো মেঘ। একটু ভেবে চিনতে বিবাহের প্রস্তুতি নিলে কিন্তু এই সমস্যা থেকে অনেক আংশেই বেরিয়ে আসা সম্ভব। তাই আমাদের আজকের পোষ্ট। চলুন দেখে নিই বিয়ের আগে আমাদের কি কি বিষয়ে ভাবা প্রয়োজন?১. সর্বপ্রথম ভালো করে দেখুন। যেন পরে দেখে মনে না হয় আগে থেকে ভালো করে দেখলে এই ভূত/পেত্নী কে কোনদিন বিয়ে করতেন না। তার পরে অন্য চিন্তা করুন।
২. মেয়ে বা ছেলে দেখার সময় অবশ্যই বয়সের ব্যবধান এর বিষয়ে খোজ খবর নিন। বিয়ের জন্য পাত্র পাত্রীর বয়স এর ব্যবধান ৩ থেকে ৫ বছরের মদ্ধে রাখার চেষ্টা করু।
৩. বয়ে করার সময় নিজের চেয়ে বেশি শিক্ষিত কাউকে বিয়ে করা থেকে বিরত থাকুন।
৪. বিয়ের আগে হবু জীবন সঙ্গীর সাথে কথা বলুন। বোঝার চেষ্টা করুন তার মন মানষিকতা। তার সাথে জীবন কাটাতে আপনার কি কি সমস্যায় পরতে হতে পারে?
৫. তার পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। দেখুন আপনার পরিবারের সাথে কতটুকু মিল হতে পারে।
৬. অবশ্যই ছোট পরিবারে বিয়ে করুন। খাতির যত্ন একটু হলেও বেশি পাবেন।
৭. খোঁজখবর নিন আপনার দেবর/শালি আছে তো? থাকলে ভালো। তবে বেশি যেন না থাকে।
উপরের বিষয় গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিন। আশাকরি আপনার দাম্পত্য জীবন সুখী হবে।
দাওয়াত দিতে হবেনা। শুধু কমেন্টে বলুন, আমার লেখা আপনার কেমন লেগেছে।
আজ এপর্যন্তই। সবাই ভালো থাকুন। ভেবে চিনতে বিয়ে করুন
Follow me on Facebook.
No comments:
Post a Comment